আমাদের আজকের আলোচনায় শেয়ার করব কোথা থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ বই ডাউনলোড করতে পারবেন।
জ্ঞান অর্জনের সর্বোত্তম মাধ্যম হচ্ছে বই পড়া। বই পড়েনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট বেলা থেকে বর্ণমালা থেকে শুরু করে বিভিন্ন ছড়া, গল্পের বই পড়ে আমরা বড় হয়েছি, মানুষের মত মানুষ হয়েছি। একমাত্র বই-ই পারে মানুষের মাঝে অন্ধকার আলোকে দূর করতে। তাই বইকে একমাত্র সঙ্গি হিসেবে গ্রহণ করুন।
যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার ভ্রমণ করেন তাঁরা বই নিজের সাথে বহন করা সম্ভব হয় না। ভ্রমণের সময় আপনার অবসয় সময়কে উপভোগ করার জন্য বিভিন্ন গল্পের বই পড়তে পারেন। আপনার স্মার্টফোনে বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে পড়তে পারেন। তজন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি কোন ওয়েবসাইটে কেমন বই ফ্রীতে ডাউনলোড করবেন।
১. admissionwar | পিডিএফ বই ডাউনলোড করুন বিনামূল্যে
admissionwar এ আপনি সকল শ্রেণীর পিডিএফ, বিসিএস বই, বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাইডসহ সকল বই ডাউনলোড করতে পারবেন।
প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক যেমন ছোটদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বইসহ গল্পের বই, ইংরেজি শিক্ষার বই, গণিত বই, বিজ্ঞান বই, আইসিটিসহ বিভিন্ন ধর্মের বই ডাউনলোড করতে পারবেন। তাছাড়া দ্বিতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত সকল প্রকার পাঠ্যপুস্তক এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি এবং চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানসহ নিয়োগ পরীক্ষার ফলাফলও এখানে পেয়ে যাবেন।
২. bdebooks | বাংলা বই ডাউনলোড করুন বিনামূল্যে
bdebooks হল বাংলা পিডিএফ বইয়ের সমাহার। এখানে আপনি প্রায় সকল ধরনের বই ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে পিডিএফ বইগুলো বিভিন্ন বিভাগে খুব সুন্দরভাবে ভাগ করা রয়েছে, আপনার যেমন বই প্রয়োজন সেভাবে বিভাগ সিলেক্ট করে আপনার পছন্দের বই খুজে বের করে ডাউনলোড করুন।
এদের ওয়েবসাইটের শুধুমাত্র বাংলা বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবেন, কোন ইংরেজি বই এখানে পাবেন না। ইংরেজি বইয়ের জন্য আপনাকে অন্য ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। সেজন্য এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
এই ওয়েবসাইটে প্রবেশ করলে ডান পাশে “ধরণ” বিভাগে প্রাপ্ত বয়স্কদের বই, বাংলা গল্পের বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সাহিত্যসহ অন্যান্য বই রয়েছে। এর নিচে দেশি লেখকের অসংখ্য বই রয়েছে। আপনার যার বই ভাল লাগে তাঁর নামের উপর ক্লিক করলে উক্ত লেখকের লেখা বইগুলো পেয়ে যাবেন। দেশী লেখকের পাশাপাশি ভারতীর লেখকে বাংলায় লেখা বইও পাবেন এখানে।
৩. এনসিটিবি (সরকারী ওয়েবসাইট)
এটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একটি ওয়েবসাইট।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর ওয়েবসাইট এর হোম পেজ থেকে নেওয়া
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যা এনসিটিবি নামে পরিচিত। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জনের জন্য শীর্ষ প্রতিষ্ঠান এবং যা জাতীয় শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন উপকরণের উন্নয়ন ও পরিমার্জনের কাজ করে থাকে। এছাড়া এনসিটিবি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কাজ সুষ্ঠভাবে সম্পাদন করে থাকে। পাঠ্যপুস্তক মুদ্রণের সংখ্যা অনুসারে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রকাশনা প্রতিষ্ঠান। অধিকন্তু এটিই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সবচেয়ে বড় স্ব-শাসিত প্রতিষ্ঠান।
আরও পড়ুন: মোবাইল দিয়ে ভিডিও এডিট করার বেস্ট সফ্টওয়্যার
৪. banglapustak
banglapustak এই ওয়েবসাইটটিকে এক কথায় বইয়ের রাজ্য বলতে পারেন। এখানে অসংখ্য লেখকের লিখা বিস্তর বই রয়েছে। এখানে বাংলা বইয়ের পাশাপাশি বিশ্বের অন্যান্য ভাষায় লিখা বাংলায় অনুবাদ করা বই সমূহ রয়েছে যা আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে কোন ধরনের একাউন্ট খুলতে হবে না।
আপনি তাদের ওয়েবসাইট ঘুরে না আসলে বিশ্বাসই করতে পারবেন না যে তাদের সংগ্রহশালা এত বড়।
৫. amarboi
বাংলা এবং ইংরেজি বইয়ের জন্য amarboi অন্যতম কেননা এখানে বিভিন্ন বিভাগ অনুসারে যেমন, জনপ্রিয় বই, লেখক, কলকাতার বই ইত্যাদি সেকশনে সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনি চাইলে যে কোন বই সার্চ করে সহজেই বের করে পেলতে পারবেন আপনার পছন্দের বই।
বিভিন্ন মনীষিদের আত্মজীবনি নিয়ে লেখা বই, অনুবাদ, অভিধান, উপন্যাস, কবিতা, ছোট গল্প এবং প্রবন্ধসহ অসংখ্য বই রয়েছে যা আপনাকে সন্তুষ্ট করতে যথেষ্ট।
এই ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ রইল।
৬. gutenberg
gutenberg হল ইংরেজি বই ডাউনলোড করার ওয়েবসাইট। এখানে কোন প্রকার বাংলা বই খুঁজে পাবেন না। যারা বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বই পড়তে পছন্দ করেন তারা এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ৭০ হাজারেরও বেশি বই রয়েছে, আপনার যে বইটি খুজছেন সেটা সার্চ বারে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্খিত ফলাফল।
আপনাদের বই সংগ্রহের সুবিধার্থে আজকের আমাদের এই আয়োজন। উপরোল্লিখিত ওয়েবসাইটগুলোতে একটু ডু মেরে আসলেই আপনার কাঙ্খিত বইগুলো পেয়ে যেতে পারেন। তবে যে কোন বই খোঁজার জন্য গুগল মামা বেস্ট, গুগল মামাকে একটু বুঝিয়ে বললেই, তিনি ঠিকই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে।
আমাদের লিখাগুলো ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। বই পড়ুন এবং বই পড়তে অন্যদের উৎসাহিত করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
6 Comments
এটার মধ্যে কি কি সাহায্য পাব
আমরা প্রযুক্তিগত বিভিন্ন তথ্য, প্রযুক্তির ব্যবহার, সুবিধা/অসুবিধা নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। আশা করি আমাদের পাশে থাকবেন। আমাদের সাপোর্ট করার জন্য ধন্যবাদ।
M p dinaji
পাশে থাকার জন্য ধন্যবাদ
খুবই ভালো লাগে আপনাদের লেখা
অসংখ্য ধন্যবাদ আপনার অনুভুতি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের লেখাগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন।