আশা হারাবেন না যদি আপনার শখের ফোন হারিয়ে যায় যদিও বা আপনার ফোনটি বন্ধ থাকে। নিম্নোল্লিখিত পদ্ধতিগুলো আশাকরি আপনার হারিয়ে যাওয়া ফোন লোকেট করতে সহায়তা করবে:
কোন ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে প্রথম স্টেপটি হবে আপনাকে অবশ্যই থানায় গিয়ে অভিযোগ দায়ের করা বা একটা জিডি করা। এটা আপনাকে পরবর্তী আইনগত ঝামেলা থেকে মুক্তি দিবে, তার পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ আপনার ফোন উদ্ধারে কার্যকরি ব্যবস্থা নিতে পারবে। আপনি যে কোন জায়গায় বসে দেশের যে কোন থানায় কোন প্রকার হয়রানি ছাড়া হারানো এবং প্রাপ্তি বিষয়ে অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন। নিচের লিংক এ ক্লিক করে দেখে নিতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে জিডি করতে হয়।
আরও পড়ুন: অনলাইনে জিডি করবেন যেভাবে?
আমার ফোন হারিয়ে গেছে, এখন ফোনটি বন্ধ পাচ্ছি। আসলেই কি আমার ফোনটি লোকেট করতে পারব?
সহজ উত্তর হচ্ছে – হ্যাঁ, এটা নির্ভর করে আপনার ডিভাইসের উপর, কখন সে ফোনটি বন্ধ হয়েছে এবং আপনি কোথায় থাকেন।
যদি আপনার হারিয়ে যাওয়া ফোন বন্ধ হয়ে যায় তাহলে সেলুলার সংযোগ বা সিম কোম্পানির নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি লোকেশন দেওয়া বন্ধ করে দিবে। সৌভাগ্যক্রমে Google-এর Find My Device নেটওয়ার্ক অফলাইনে ফোন খোঁজার সিস্টেমকে সাপোর্ট করে, যা আপনাকে ঐ ডিভাইসটি বন্ধ করার পর কয়েক ঘণ্টার জন্য ট্র্যাক করতে সক্ষম হবে।
স্যামসাং ফোন গুলোর কিছু ফিচার থাকে যে ফোন বন্ধ করার সর্বশেষ লোকেশনটি পাওয়া যায়।
আপনার হারানো এন্ডয়েড ফোন খোঁজার জন্য Find My Device সার্ভিটি ব্যবহার করুন
Google-এর Find My Device সার্ভিসটি আপনার হারানো ফোনটি খোঁজে পেতে সাহায্য করবে যেটা কিনা আপনার Google এ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকে। এটি Apple এর Find My App এর মতোই কাজ করে এবং আপনার ফোনের সকল ডকুমেন্ট ডিলেট করাসহ অন্যান্য কাজগুলো করতে পারবেন।
Google-এর Find My Device সার্ভিসটি অফলাইনেও কাজ করে, কিন্তু বর্তমানে এটি শুধু Google-এর Pixel-8 এ কাজ করে। বর্তমানে এই ফিচারটি যুক্তরাষ্ট্র এবং কানাডাতে চালু রয়েছে, Google এন্ড্রয়েড কর্তপক্ষ নিশ্চিত করেছে যে এই সুবিধাটি ২০২৪ সালের শেষের নাগাদ সারা বিশ্ব ব্যাপি চালু হবে।
নিম্নে লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনার হারানো বন্ধ হওয়া এন্ডয়েড কোন লোকেট করতে পারবেন।
- কম্পিউটার বা এন্ডয়েড ফোনের মাধ্যমে Google এর Find My Device এর ওয়েবসাইটে চলে যান।
- হারানো বা চুরি হওয়া ফোনে ব্যবহৃত আপনার গুগল এ্যাকাউন্টে লগইন করুন।
- আপনার গুগল একাউন্ট ব্যবহার হচ্ছে সকল ফোন বাম পাশে দেখাবে, সেখান থেকে আপনার চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি সিলেক্ট করুন। সিলেক্ট করলেই ডানপাশে বড় একটা ম্যাপের মাধমে আপনার ফোনের লোকেশন দেখাবে। সেখান থেকে আপনি আপনার ফোনের Security Lock এবং Factory Reset করতে পারবেন।
- Google এর Find My Device দেখাবে সর্বশেষ ফোনটি কখন একটিভ ছিল। ফোন বন্ধ হওয়ার আগে ফোনের অবস্থান ট্রেস করতে আপনি ম্যাপ টাইমলাইন বিকল্পটি ব্যবহার করতে পারেন।
- Find My Device এ Play Sound একটি বাটন রয়েছে এটি চাপ দিলে আপনার হারানো ফোনে রিংটোন বেজে উঠবে।
আরও পড়ুন: যা করলে ফোনের ফঠো, ডকুমেন্টস ও গুরুত্বপূর্ণ তথ্য কখনো হারাবে না
ধরে নিচ্ছি যে আপনার ফোনটি বন্ধ রয়েছে, আপনি শুধুমাত্র সেই অবস্থানটি দেখতে সক্ষম হবেন যেখানে এটি শেষবার Google-কে পিং করেছিল। আপনার ফোন চুরি না হয়ে হারিয়ে গেলে এটি যথেষ্ট হতে পারে। যদি কেউ আপনার ফোন খুঁজে পায় এবং চালু করে, আপনি সহজেই Find My Device ব্যবহার করে এটিকে পিং করতে, লক করতে বা Factory Reset করে সবকিছু মুছে ফেলতে পারেন।
এছাড়াও আপনি আপনার বন্ধুর অ্যান্ড্রয়েড ফোনে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে Find My Device অ্যাপে লগ ইন করতে পারেন এবং আপনার হারিয়ে যাওয়া এবং বন্ধ থাকা ফোন ট্র্যাক করতে পারেন।
সুইচ অফ থাকা আপনার স্যামসাং ফোনটি কিভাবে ট্র্যাকিং করবেন
গুগলের Find My Device ছাড়াও, স্যামসাং ফোনগুলি কোম্পানির নিজস্ব ডিভাইস ট্র্যাকিং বৈশিষ্ট্যের সাথে শিপিং করে, যার নাম SmartThings Find।
যদিও Google-এর অফলাইন ফাইন্ডিং ফিচার Pixel-8 এর মধ্যে সীমাবদ্ধ, স্যামসাং-এর ফোন ফাইন্ডিং টুল প্রায় সমস্ত মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম গ্যালাক্সি ডিভাইসে অফলাইনে কাজ করে। আপনাকে শুধু নিশ্চিত করতে হবে যে আপনি ডিভাইসে আপনার স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করেছেন এবং সার্ভিসটি আগেই চালু করে রেখেছেন।
- কোন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে SmartThings Find ওয়েবসাইটটি খুলুন এবং আপনার হারানো ফোনে যে স্যামসাং একাউন্টটি লগইন ছিল সেটিতে লগইন করুন।
- বাম পাশে আপনার ফোনটি সিলেক্ট করুন।
- SmartThings Find আপনার ফোনের সর্বশেষ লোকেশনটি শো করবে এবং পূর্বের পদ্ধতিতে সবকিছুই করতে পারবেন।
মনে রাখবেন অফলাইনে থাকা ডিভাইস খোজার সার্ভিসটি কাজ করবে শুধুমাত্র ডিভাইস হারানোর কয়েক ঘন্টার মধ্যে থকলে এটা শুধুমাত্র যে ডিভাইসটি বন্ধ করার পরে অফলাইন অনুসন্ধান শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য কাজ করবে। আপনি যদি আপনার ফোনের অবস্থান দেখতে পান, তাহলে প্রতি ১৫ মিনিটে এর অবস্থানে একটি পিং পেতে SmartThings Find-এ ট্র্যাক অবস্থান বিকল্পটি ব্যবহার করুন।
চেক করে নিতে পারেন যদি আপনার স্যামসাং ফোনে offline phone finding অপশনটি চালু না থাকে, তাহলে এখনি চালু করে নিন। Settings > Security and privacy > Lost device protection অথবা Find my mobile > Offline finding
গুগল ম্যাপের টাইমলাইন ব্যবহার করে আপনার প্রত্যেকটা স্টেপ ফলো করুন
আপনার হারানো এন্ডয়েড ফোন খোঁজার আরো একটি উপায় হচ্ছে সম্প্রতি আপনি কোথায় কোথায় গিয়েছেন তা গুগল ম্যাপের টাইমলাইনে দেখতে পারবেন। গুগল ম্যাপের টাইমলাইনটা খুজলে আপনি দেখতে পারবেন সম্প্রতি আপনি কোথায় কোথায় গিয়েছেন, গুগল ম্যাপ তার একটা ডাইরেকশন দিবে। তবে মনে রাখবেন গুগল আপনার ফোনে লোকেশন ফিচারটি চালু না থাকলে গুগল ম্যাপ আপনাকে ডাইরেকশন দিতে ব্যর্থ হবে। আরো একটা বিষয় আপনার মনে রাখা জরুরী যে, কিছু কিছু ক্ষেতে গুগল ম্যাপ আপনাকে ১০০% সঠিক ডাইরেকশান নাও দিতে পারে।
আপনার এন্ডয়েড ফোনের গুগল ম্যাপের টাইমলাইন দেখার জন্য নিম্নে লিখিত স্টেপ গুলো ফলো করুন:
- কোন কম্পিউটার বা মোবাইলে Google Maps ওপেন করে আপনার Google একাউন্টটি লগইন করুন;
- তারপর বাম পাশে Hamburger মেন্যু আইকনে ক্লিক করুন এবং Your Timeline সিলেক্ট করুন।
- তারপর ড্রপডাউনট মেন্যু তে যে তারিখে আপনার ফোন হারিয়েছে সে তারিখ সিলেক্ট করুন।
- ঐ তারিখে আপনি কোথায় কোথায় গিয়েছেন তার দেখে আপনার হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক করতে পারবেন।
বিভিন্ন থার্ডপার্টি এ্যাপ দিয়েও হারিয়ে যাওয়া ফোনটি ট্র্যাক করতে পারেন।
বন্ধ থাকা বা চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন ট্র্যাক করা কঠিন। কিন্তু আপনি যদি উপরের পদ্ধতিগুলি ব্যবহার করেন, তাহলে আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস এবং চোরকে ট্র্যাক করার সম্ভাবনা অনেক বেশি। আপনি যাই করুন না কেন, আপনার নিরাপত্তার জন্য একটি পুলিশ রিপোর্ট বা জিডি করতে ভুলবেন না।