আপনার একটি YouTube Channel, Facebook page বা অন্যান্য সোশাল মিডিয়াতে পেজ রয়েছে। যেখানে নিয়মিত আপনার ভিডিও কন্টেন্ট শেয়ার করে থাকেন। কিন্তু অনেক সময় আপনার ভিডিও কন্টেন্টের জন্য কপিরাইট মিউজিক বা গানের ক্লিপ ব্যবহার করলে ইউটিউব বা ফেইসবুক পলিসি থেকে স্ট্রাইকের মুখোমুখি হতে হয়। এটা একটি বিরক্তিকর বিষয় হয়ে দাড়ায় যে, ভিডিও কন্টেন্ট তৈরী এবং এডিটিং করা একটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
দীর্ঘ সময় ব্যয় করে যেহেতু আপনি একটি ভিডিও কন্টেন্ট আপনার অনুসারীদের মধ্যে শেয়ার করতে যাবেন সেহেতু Royalty free music ব্যবহার করা আবশ্যক। আর বারবার আপনার চ্যানেলের ভিডিও স্ট্রাইক হতে থাকেলে আপনার চ্যানেল বা ফেইসবুক পেজ ব্লক হয়ে যেতে পারে এবং আপনার ভিডিও কন্টেন্ট রেঙ্ক করবে না।
আরও পড়ুন: মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সফ্টওয়্যার
আমি আপনার মত যে কেউ একজন ঐ মিউজিক গুলো তৈরী করেছেন সেহেতু তিনি আপনাকে ফ্রীতে ব্যবাহার করতে অনুমতি দেয় না। অন্যথায় ইউটিউব, ফেইসবুকের মত অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির এলগরিদম আপনাকে খুঁজে নিবে যে, আপনি তার মিউজিকগুলো তার অনুমতি ব্যবতীত ব্যবহার করছেন। তবে স্ট্রাইক নিয়ে এত চিন্তিত হওয়ার কারণ নেই অসংখ্য কপিরাইট ফ্রী মিউসিক ডাউনলোড করার প্লাটফর্ম রয়েছে যেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে ইউটিউব বা ফেইসবুক থেকে স্ট্রাইক পাবেন না এবং তারা এসব মিউজিক বিনামূল্যে প্রদান করে থাকে।
আসুন জেনে নিই কোথায় থেকে এবং কিভাবে আপনি Copyright free music download করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
- YouTube Audio Library — Music for content creators
- Free Music Archive
- Incompetech
- Artlist
- Pixabay
- Envato Market
- SoundCloud
- wave.video
- Hooksounds
- Audioblocks
১. YouTube Audio Library — Music for content creators
https://studio.youtube.com/ এ Audio Library তে ক্লিক করলে ইউটিউবের অডিও ক্লিপ খুজে পাবেন। আপনি এখানে প্রায় সব ধরণের মিউজিক খুঁজে পাবেন এবং আপনার ভিডিও কন্টেন্টে ফ্রীতে ব্যবহার করতে পারবেন। আপনি যেখানে উক্ত মিউজিকটি ব্যবহার করছেন শুধুমাত্র উক্ত অডিও ট্রেক নির্মাতাকে ক্রেডিট দিতে হবে।
YouTube এর মিউজিক লাইব্রেরীর সর্বাধিক সুবিধা পেতে এটির সার্চ ফাংশন ব্যবহার করে অর্থাৎ মিউজিকের ধরণ, ডিউরেশন ইত্যাদি দিয়ে আপনার পছন্দসই মিউজিক ট্রাক খুঁজে বের করুন এবং License type এর আইকনে মাউস হোবার করে দেখে নিন আপনি কোন ট্রেকটা আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে পারবেন কিনা। তাছাড়া আপনাকে উক্ত অডিও ট্রেকের লিংক আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করে ক্রেডিট দিতে হবে।
২. Free Music Archive
freemusicarchive এই ওয়েবসাইটটি এডিও ট্রাকের জন্য অনেক জনপ্রিয় কেননা এখানে আপনি পেইডসহ ফ্রী অডিও ট্রেক ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন । তবে এটির বিভিন্ন ট্রেকে বিভিন্ন ধরনের লাইসেন্স রয়েছে। এগুলো বেশিরভাগই বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। কিছু শুধুমাত্র অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য এবং কিছু রয়েছে যেগুলোর ক্রেডিট দিতে হয়। কোন অডিও ট্রেকের কেমন লাইসেন্স দেখার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
তাদের ওয়েবসাইটের সার্চ ফিল্টারে লাইসেন্স অনুসারে আপনার পছন্দের অডিও ট্রাক খুজতে পারবেন।
আরও পড়ুন: ব্লগিং করার জন্য সেরা ৫টি ক্যামেরা
৩. Incompetech
Incompetech এ একটি বড় পরিমানে royalty-free music লাইব্রেরী রয়েছে। আগের সাইটগুলোর মত আপনি এখান থেকেও অডিও ট্রেক ক্রেডিট দিয়ে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। Incompetech এর ট্র্যাকগুলিকে ধরণ অনুসারে সংগ্রহ করে, যেমন “ডিস্কো এবং লাউঞ্জ” বা “রক ক্লাসিক”। “ফিল্ম স্কোরিং মুডস” এর একটি বিভাগও রয়েছে যেখানে আপনি অডিও ট্র্যাকগুলি ডাউনলোড করতে পারেন যা “ভয়ঙ্কর সাউন্ড,” “রহস্যময়” বা “নয়ের” থিমের সাথে মানানসই হবে। এছাড়াও, আফ্রিকা এবং ব্রাজিলের মতো বিভিন্ন দেশের বীট দ্বারা অনুপ্রাণিত বিশ্ব মানের মিউজিক ট্রেক রয়েছে।
আপনি হয়তো অবশ্যই সাম্প্রতিক রিলিজ হওয়া মিউজিক এবং সবচেয়ে বেশি ডাউনলোড করা তালিকাগুলি দেখতে চাইবেন। এটা আপনি এই সাইট থেকে কি কি সুবিধা পাবেন তার একটা ধারণা নিতে পারবেন।
৪. Artlist
Artlist হল ভিডিও নির্মাতাদের জন্য একটি All-in-one প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি সর্বোচ্চ মানের ডিজিটাল এসেট পেয়ে যাবেন। এখানে ভিডিও, সাউন্ড ইফেক্ট, স্টক ফুটেজ, ভিডিও টেমপ্লেট, প্লাগইন, সেইসাথে ভিডিও সম্পাদনা সফ্টওয়্যারের জন্য royalty-free music ও পেয়ে যাবেন।
এই সাইটে বিনামূল্যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে পরীক্ষা করার জন্য ওয়াটারমার্ক করা গান এবং ফুটেজ অ্যাক্সেস করতে পারেন এবং আপনার প্রিয় মিউজিকগুলি সেইভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারেন ৷ তবে এই ওয়েবসাইটের সকল ভিডিও, সাউন্ড ইফেক্ট, স্টক ফুটেজ, ভিডিও টেমপ্লেট ইত্যাদি সর্বোত্তম এক্সেস পেতে হলে আপনাকে পেইড সাবস্ক্রাইব এ্যাকাউন্ড থাকতে হবে।
এই ওয়েবসাইটে আপনি সাবস্ক্রাইব করলে royalty-free music, সাউন্ড ইফেক্ট, স্টক ফুটেজ, ভিডিও টেমপ্লেট এবং প্লাগইন সহ ৪ লক্ষ এর বেশি ডিজিটাল এসেট পাবেন। এখানে তাদের কন্টেন্ট প্রতিদিন আপডেট করা হয়.
৫. Pixabay
Pixabay.com একটি বিনামূল্যের স্টক ফটোগ্রাফি এবং royalty-free স্টক মিডিয়া ওয়েবসাইট। এটি শুধুমাত্র কাস্টম Pixabay লাইসেন্সের অধীনে photos, illustrations, vector graphics, film footage, music and sound effects, শেয়ার করার জন্য ব্যবহৃত হয়, যা সাধারণত কিছু বিধিনিষেধ সহ উপাদানের বিনামূল্যে বাণিজ্যিক বা অ-বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না বা ভায়োলেট করে এমন কাজে ব্যবহার করতে পারবেন না। এই ওয়েবসাইটের কন্টেন্ট ব্যবহার করে তাদের ক্রেডিট দিতে হবে এটার কোন বাধ্যবাধকতা নেই।
আপনি এদের ওয়েবসাইটে লগইন করে ফটো, ভিডিও, মিউজিক, সাউন্ড ইফেক্ট, ইলোস্ট্রেশনসহ অন্যান্য ডিজিটাল ফাইল আপলোড করতে পারবেন। যাতে অন্যান্যরা আপনার কন্টেন্ট তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে।
৬. Envato Market
Envato Market কে অডিও জঙ্গল বলা হয় । এখানে Royalty free ব্যাকগ্রাউন্ট মিউজিক পাবেন এবং পেইড ভার্সন রয়েছে ১ ডলার থেকে। বিশ্বব্যাপী অনেক মানুষ এখানে বিভিন্ন ট্রাক আপলোড করে ইনকাম করে থাকেন। ক্যাটেগরী, জনপ্রিয়তা অনুযায়ী, সম্প্রতি আপলোড হয়েছে ইত্যাদি উপায়ে সার্চ করে আপনার পছন্দের ট্রাক খুঁজে বের করুন, আর আপনি চাইলে সিঙ্গেল ট্রাক বা পুরো বান্ডিলটি ডাউনলোড করে নিতে পারেন।
৭. SoundCloud
হয়তো আপনি SoundCloud সম্পর্কে আগে থেকে যানেন। কারণ এর জপ্রিয়তা অনেক বেশি, অনেক জনপ্রিয় ইউটিউবার এই ওয়েবসাইট থেকে অডিও ট্রেক ব্যবহার করে। অপেশাদার এবং DJ মিউজিশিয়ানরা তাদের মিউজিকগুলো এখানে আপলোড করে থাকেন।
ভিডিও তৈরীর জন্য সাউন্ডক্লাউড মিউজিক একটি চমৎকার উৎস।
আরও পড়ুন: মোবাইল দিয়ে ভিডিও এডিট করার বেস্ট সফ্টওয়্যার
৮. wave.video
wave.video এই ওয়েবসাইটটি ভিডিও এডিটিংয়ের জন্যও ব্যবহার করতে পারেন। এখানে আপনার ভিডিও আপলোড করুন আর ওদের মিউজিক ট্রেকগুলো ব্যবহার করুন। এছাড়াও এখানে Live Streaming Studio, Video Recorder, Stock Library, Video Player সহ অন্যান্য সুবিধা সমূহ প্রদান করে।
পাশাপাশি এখানে আপনি লক্ষাধিক অডিও ট্রেক পেয়ে যাবেন, যা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তবে তাদেরকে ভাল কাজের ক্রেডিট দিতে ভুলবেন না।
৯. hooksounds
hooksounds থেকে YouTube, Instagram, Facebook, Podcast, Radio, TV এবং অন্য যেকোন মাল্টিমিডিয়া কন্টেন্টের জন্য প্রফেশনাল Royalty free music পেয়ে যাবেন। ওদের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগ যেমন Mood, Genres and Collection এ বিভক্ত করা আছে যাতে আপনার পছন্দের ট্রেকটি খুজে বের করতে সুবিধা হয়।
১০. Audioblocks
Audioblocks Royalty free স্টক অডিও অফার করে, যার মধ্যে মিউজিক, সাউন্ড এফেক্ট এবং লুপ রয়েছে। (লুপ হল মিউজিকের একটি ছোট অংশ যা বারবার পুনরাবৃত্তি হয় ।) এই সাইটে ১ লক্ষেরও বেশি অডিও ট্র্যাক রয়েছে ৷ দুর্ভাগ্যবশত আপনি এখান থেকে বিনামুল্যে তাদের ট্র্যাক ব্যবহার করতে পারবেন না। তবে তারা সারা বছরের জন্য ১৪৯ ডলার দিয়ে আনলিমিটেড ডাউনলোডের করতে পারবেন ৷ আপনি যেহেতু এখানে হাজার হাজার মিউজিকের অ্যাক্সেস পাচ্ছেন সেহেতু তুলনামুলকভাবে এটি খারাপ নয়।
পরিশেষে বলব, যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরী করেন তাহলে এই ব্লগের ১ নম্বরে প্রদত্ত ইউটিউবের অডিও লাইব্রেরী ব্যবহার করা সমিচিন হবে বলে আমার মনে হয়। কারণ অন্যান্য ওয়েবসাবইট থেকে অডিও ব্যবহার করলে স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলব স্ট্রাইক থেকে দুরে থাকুন।