২০২৩ সালে বাজেটের মধ্যে যে যে ফোন গুলো কিনতে পারেন তা নিয়েই আজকের আলোচনা
বর্তমান সময়ে স্মার্টফোন খুবই নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস। একটা স্মার্টফোন না থাকলে চলেই না। পরিবার, বন্ধু, আত্বীয়-স্বজন, সোশ্যাল মিডিয়ায় নিজেকে একটিভ রাখতে একটি স্মার্টফোন রাখতেই হবে। তবে আমাদের দেশের মানুষ চায় যাতে বাজেটের মধ্যে তার একটি স্মার্টফোন থাকুক। তাই আজকে আমরা বাজেটের মধ্যে কিছু স্মার্টফোন এবং তাদের বিভিন্ন ফিচার্স নিয়ে আলোচনা করব, আশাকরি সবাই পাশেই থাকবেন।
১. Oppo A57 4G
Price: 17,990/-
-
- Release date: June 6, 2022
- Memory: 4/64 GB
- Main Camera: Dual 13+2 Megapixel
- Front Camera: 8 Megapixel
- Battery: 5000 mAh and 33W Fast Charging (50% in 30 minutes)
Oppo বাংলাদেশের একটি জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড। সময়ে সময়ে এই প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এমনি এই ব্রান্ডটির একটি ফোন হচ্ছে Oppo A57 যার মধ্যে রয়েছে Android 12 (ColorOS 12.1) এর অপারেটিং সিস্টেম। এর স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য হল ক্যামেরা সিস্টেম, যার মধ্যে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অসাধারন সেলফির জন্য বিউটিফিকেশন মোড রয়েছে। প্রাণবন্ত ভিজ্যুয়ালের জন্য ফোনটি ৬.৫৬-ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ এটি পাতলা এবং মসৃণ ডিজাইনের। এটি Octa core, up to 2.3 GHz প্রসেসর এবং 4GB RAM দ্বারা চালিত, এটি দৈনন্দিন কাজের জন্য মসৃণ কর্মক্ষমতা প্রদান করবে। 64GB স্টোরেজ সহ,আলাদাভাবে মেমোরী ব্যবহার করা যাবে এই ফোনটিতে।
২. Xiaomi Redmi 10
Price: 16,999 – 4/64 GB, 18,999 – 6/128 GB
-
- Release date: February 16, 2022
- Memory: 4/64 GB and 6/128 GB
- Main Camera: Quad 50+8+2+2 Megapixel
- Front Camera: 8 Megapixel
- Battery: 5000 mAh and 18W Fast Charging
Xiaomi Redmi 10 হল একটি ফিচার-প্যাকড স্মার্টফোন যা আপনার অর্থের সঠিক মূল্য প্রদান করে। এর ৬.৫-ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং FHD+ রেজোলিউশন সহ, এটি প্রাণবন্ত ভিজ্যুয়াল এবং তীক্ষ্ণ বিবরণ সরবরাহ করে। ফোনটি একটি MediaTek Helio G88 প্রসেসর দ্বারা চালিত এবং বিভিন্ন প্রয়োজন অনুসারে বিভিন্ন RAM এবং স্টোরেজ কনফিগারেশনে বাজারে এসেছে। এর কোয়াড-ক্যামেরা সেটাপে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে, যা অসাধারণ ফটোগ্রাফি ক্ষমতা নিশ্চিত করে। এই ফোনে দ্রুত চার্জিং ক্ষমতাসহ একটি বৃহৎ 5,000mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘক্ষন ব্যাকআপ দিবে। প্রতিযোগিতামূলক মূল্য, দৃঢ় কর্মক্ষমতা, এবং বহুমুখী ক্যামেরা সিস্টেমের সাথে, Xiaomi Redmi 10 বাজেট-সচেতন স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি জনপ্রিয় পছন্দ।
আরও পড়ুন: ফ্রিতে মুভি বা সিরিজ দেখার জনপ্রিয় ওয়েবসাইট
৩. Realme C33
Price: 13,999 – 3/32 GB, 14,999 – 4/64 GB
-
- Release date: September 12, 2022
- Memory: 3/32 GB and 4/64 GB
- Main Camera: Dual 50+0.3 Megapixel
- Front Camera: 5 Megapixel
- Battery: 5000 mAh and 10W Fast Charging
Realme একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড যা বিভিন্ন বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সহ বিভিন্ন ডিভাইসের অফার করার জন্য পরিচিত। এটি একটি কম দামি স্মার্টফোন হলেও এতে রয়েছে Android 12 (Realme UI S) অপারেটিং সিস্টেম এবং ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে গেমিং, ভিডিও দেখাকে করে তোলে অনবদ্য। এটিতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ রয়েছে ৫০০০ মিলি এম্পেয়ারের ব্যাটারী এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
৪. Realme Narzo 50A Prime
Price: 15,999/-
-
- Release date: March 22, 2022
- Memory: 4/128 GB
- Main Camera: 50+2+0.3 Megapixel
- Front Camera: 8 Megapixel
- Battery: 5000 mAh and 18W Fast Charging
রিয়েলমি নারজু সিরিজের এই ফোনটি কম বাজেটের মধ্যে অত্যান্ত জনপ্রিয় একটি স্মার্টফোন। এতে রয়েছে Android 11 (Realme UI 2.0) অপারেটিং সিসটেম এবং Octa core, 1.8 GHz এর প্রসেসর, যা এই ফোনকে করে তুলেছে দ্রুতগতি সম্পন্ন এবং অনবদ্য। ভিডিওগ্রাফি এবং ছবি তোলার জন্য এতে রয়েছে ৫০ মেগাফিক্সেলের থ্রিপল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাফিক্সেলের ক্যামেরা। এছাড়াও রয়েছে ৫০০০ মিলিএম্পেয়ার ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা।
৫. Tecno Spark 7 Pro
Price: 13,490 – 4/64 GB, 14,990 – 6/64 GB
-
- Release date: May 2, 2021
- Memory: 4/64 GB, 6/64 GB
- Main Camera: Triple 48 Megapixel
- Front Camera: 8 Megapixel
- Battery: 5000 mAh and 10W Fast Charging
এই ফোনটি ২০২১ সালের মে মাসে বাজারে আসেলও এখনো এটি দেশের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। ফোনের পারফরমেন্স এবং দুর্দান্ত সার্ভিসের কারণে এটি বেশ জনপ্রিয়। এই ফোনটির মসৃণ ডিজাইন এবং প্রানবন্ত ডিসপ্লেসহ এটি এমন একটি ডিভাইস যা সকলের নজর কেরে নেয়। ফোনটিতে HD+ 720 x 1600 pixels (266 ppi) রেজোলিয়েশনসহ একটি বড় ৬.৬ ইঞ্চি IPS LCD Touchscreen ডিসপ্লে রয়েছে যা মাল্টিমিডিয়া ব্যবহার ও গেমিংয়ে সেরা এক্সপেরিয়েন্স প্রদান করে।
এই ফোনের অন্যতম বেশিষ্ট্য হল এর ফটোগ্রাফি ক্ষমতা, AI লেন্স সম্বলিত ৪৮ মেগাফিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং ৮ মেগাফিক্সেলের সেলফি ক্যামেরা সেটাপ দিয়ে নিখুঁত ছবি বা ভিডিও ধারণ করা যাবে এবং এতে রয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ডিং। দীর্ঘক্ষণ ব্যাটারী কাভার দেওয়ার জন্য এত রয়েছে ৫০০০ মিলি এ্যাম্পেয়ার ব্যাটারী এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা।