সামান্য কিছু অর্থ সাশ্রয় করতে গিয়ে বিপদে পড়ছেন নাতো? অনেকেই তাদের ফোনের স্বল্প বাজেটের কারণে নতুন ফোন কিনতে পারেন না। তাই তাঁরা চায় যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে কিছু টাকা বাঁচানো যায়। তবে টাকা বাঁচাতে গিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলবেন না। আপনি একটি ব্যবহৃত ফোন কিনতে পারেন তবে এমন কারো কাছ থেকে কিনবেন যাঁকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন বা জানেন। আর যদি পারেন উক্ত ফোনের বক্স বা ফোন ক্রয়ের রিসিফ্টটি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর অপরিচিত কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে বিপদে পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। কারণ আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেটা চোরাই বা কোন অপরাধ করতে ব্যবহার করা হয়েছে এমন হতে পারে। তাই ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই চেক করে নিবেন ফোনটি চোরাই কিনা।
আপনি কি কি সমস্যায় পড়তে পারেন?
পর্যাপ্ত কাগজপত্র ছাড়া আপনি কোন অপরিচিত ব্যক্তি বা কোন দোকান থেকে ফোনটি কিনেছেন। আপনি মনে করবেন দোকানদার আপনাকে কম দামে খুব ভালো ফোন দিয়েছেন। কিন্তু আপনি কোন কিছু বুঝতে পারবেন না যে এটি চোরাই ফোন। এরপর আপনি কোন কিছু না বুঝে আপনার রেজিট্রেশনকৃত সিম কার্ড উক্ত চোরাই ফোনে ব্যবহার করছেন। তখনই বাঁধবেই বিপত্তি। কারণ যে ব্যক্তি মোবাইল হারিয়েছেন সে ব্যক্তি অবশ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এরপর তারা পুলিশি তদন্তে আপনার নাম উঠে আসবে কারণ আপনার রেজিস্ট্রেশনকৃত সিম উক্ত মোবাইলে ব্যবহার করছেন।
অন্যদিকে যারা দুষ্কিৃতিকারী বা চোরাইফোন বিক্রি করে তারা পুলিশের ঝামেলা থেকে বাঁচার জন্য ফোনের আইএমইআই নম্বর বিভিন্ন সফ্টওয়্যার ব্যবহার করে পরিবর্তন করে ফেলে। ফলে পুলিশ চোরাইকৃত স্মার্টফোন ট্র্যাক করতে সমস্যায় পড়েন। তাই কোনও পুরনো ফোন কেনার আগে অবশ্যই দেখা প্রয়োজন আপনার স্মার্টফোনটি চোরাই কিনা এবং ফোনের আইএমইআই নম্বর অবশ্যই চেক করা নিবেন। কারণ আইএমইআই নম্বরের মাধ্যমেই জানতে পারবেন আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ।
শুধুমাত্র চোরাইফোন নয় এমনও হয় যে কোন ব্যক্তি একটি বড় অপরাধ করার পর আপনার কাছে ফোন বিক্রি করে দিলে তখন বুঝতেই পারছেন আপনি কেমন পুলিশি ঝামেলায় পড়তে যাচ্ছেন। তাই রাস্তায় কুড়িয়ে পাওয়া ফোনে আপনার সিম কার্ড ব্যবহার করবেন না, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় গিয়ে ফোনটি জমা দিয়ে আসুন। নিজে সচেতন হোন এবং সুরক্ষিত থাকুন।
আরও পড়ুন: কম দামে ভালো স্মার্টফোন কিনুন
কিভাবে আইএমইআই নম্বর যাচাই করবেন?
ফোনের আইএমইআই চেক করা জন্য https://www.imei.info/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনি যে ফোনটি কিনছেন সেই ফোনের নাম্বার কি-প্যাডে গিয়ে *#০৬# চাপুন। তার পরে আইএমইআইসহ ফোনের অন্যান্য তথ্য সম্বলিত একটি পেজ ওপেন হবে। আইএমইআই নম্বর উক্ত ওয়েবসাইটে প্রবেশ করলেই ফোনের সকল ইনফরমেশন বেরিয়ে আসবে। তার মধ্যে থাকবে ফোনের ছবি, ব্রান্ড, মডেল, তৈরীর দিনসহ সকল তথ্য। যদি কোন কারনে সেখানে কোন তথ্য না দেখায় বা আপনার ফোনের তথ্যের সাথে মিল না থাকে তাহলে ধরে নিবেন উক্ত ফোনটি চোরাই বা আইএমইআই নম্বর পরিবর্তিত। তৎক্ষনাত উক্ত ফোন কেনা থেকে নিজেকে সড়িয়ে নিন।