সত্যের জয় চির দিনই হয়
শাহজাহান সিরাজ
সত্যের ফুল ফুটবে যখন
মিথ্যের কলি যাবে ঝড়ে।
সতিরা আজ মিথ্যা আশ্বাসে
ঘুমায় অসতির ঘরে।।
সত্যের জয় চির দিনই হয়
তবু অসতিরা পায় না ভয়।
সতিরা যখন অসতি হবে
অসতিদের হবে পরাজয়।।
ভয় নাই ওরে ভয় নাই
সরল মনার দল।
মিথ্যে শক্তি পরাজিত হবে
সত্যের সন্ধানে এগিয়ে তোরা চল।।
সত্য প্রকাশে যাদের
আছে অসুবিধা।
মিথ্যা আশ্বাসে বিশ্বাসীদের কাছ থেকে ওরা হাতিয়ে নিবে কিছু সুবিধা।।
অসতিরা আজ সতি রুপে
করছে আগমন।
সতিরা তাই আপন মনে
করছে আত্বসমর্পন।।
অসতিরা ও জানে
সত্য কখনো থাকবেনা গোপন।
সতিরা আজ মিথ্যার ছলে
অসতিদের করেছে আপন।।
অসতিদের আছে মিথ্যার ঝুলি
মিথ্যা বাহারী বুলি।
সত্য যখন প্রকাশিত হবে
অসতিরা যাবে চলি।।
ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের সুবিধা ও অসুবিধা সূহ
সর্দারী
সত্যের বাতাসে সুগন্ধ ছড়ায়
মিথ্যা আশ্বাসে ছড়ায় দূর্গন্ধ।
সত্যের ভয়ে মিথ্যার লুকায়
মিথ্যাকে বলেনা লোকে মন্দ।।
দেখেছি অনেক সাহসী বীর
হাতে নিয়ে নকল তরবারী।
গর্জন করিছে এসো মোর কাছে
নতশিরে করিছে যেন সর্দারী।।
এ দিক ও দিক লুকিয়ে চাহে
আসে কিনা সত্যের বীর।
প্রস্তুতি নেয় পলায়ন করিতে
নয় তো যাবে শির।।
যুদ্ধের ময়দানে জয়ের বাণী
সত্যের উড়িছে পতাকা।
শান্তির বাণী কে শুনাবে
এটাই আমার প্রত্যাশা।।
মিথ্যা যখন শক্তি নিয়ে
দেখায় সত্যের আলো।
অন্ধ বলে ওরে কাঁনা
আজ দেখছি যেন ভালো।।
মিথ্যার জয় দ্রুত হয়
সত্যকে দিয়ে চাপা।
সত্যের জয় ধীরে ধীরে হয়
ওজনে যায় না তা মাপা।
নম্রতায় আসে সত্যের জয়
ভদ্রতা পায় শোভা।
মিথ্যার ক্ষয় অভদ্রতায় হয়
সহজে যায় না তা বুঝা।।
ফাঁসির মঞ্চে ভালবাসা
লিখছে যতো কথা।
পরখ করে দেখো না ভাই
বুকে ভিতর কতো ব্যাথা।।
লেখক– শাহজাহান সিরাজ
গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা
ইউটিউবে ভ্রমন বিষয়ক চ্যানেল পরিচালনা
গান
দেখে দেখে পার হয়ে গেলো
জীবনের এতো গুলি দিন।
শুধু বাকী আছে শুধু বাকী আছে
মরনের বাকী কটি দিন।।
হয়তো মরন হবে
আশা বুকে নিয়ে।
আশা পূরন হবে না মোর
জানি এ জীবনে।
এ জীবন চলার পথে
বে-ভুলে দিনে রাতে
করিয়াছি মিছে লোভে
আপন পাপেরই ঋন।।
এ জীবনে চাওয়া পাওয়ার
হবে না তো শেষ।
সুখে দুঃখে চলছে জীবন
তবু আছি বেশ।
সুখেরই আলাপন
না পাওয়ার রোধন।
নিশিতে যন্ত্রনা হয়ে
বাজায় মনে বীন।
লেখক– শাহজাহান সিরাজ
গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা
হারিয়ে যাওয়া এন্ডয়েড ফোন কিভাবে খুজবেন যদিও ফোন বন্ধ থাকে
হৃদয়ের ক্যানভাসে
হাসতে চাইলে-ও- হাসা যায় না
মনে অনেক কষ্ট।
কাঁদতে চাইলে ও কাঁদা জায়না
চোঁখের জল যে হয়েছে নষ্ট।।
মনের ভিতর শক্ত পাথর ,
ভাঙ্গা তারে যায় না।
মনটা আমার কেমন আছে
দেখা যায় না আয়না।।
হৃদয়ের ক্যানভাস,
বদঅভ্যাসে ভরা।
হয়ে গেছে আজ নষ্ট।
বদঅভ্যাসকে অভ্যাস ভেবে,
জীবনকে দিচ্ছি কষ্ট।
জীবন শুধু জীবন -ই-
ধরে হাজার বায়না।।
নষ্টের মাঝে সুখ খুঁজি
নষ্টের মাঝে পাই কষ্ট।
কষ্টের মাঝে নষ্ট খুঁজে
জীবন টা হলো অতিষ্ট।
আজো আমি নষ্ট- ই- আছি!
স্বার্থ খুঁজি তার মাঝে।
স্বার্থ খুঁজে ব্যর্থ হয়েছি
তবু তার নেশা যায় না।।
সররতার অনটনে
জীবনে পেয়েছি,
না বলা যত যন্ত্রণা।
ব্যর্থতা আমায় গ্রাস করেছে,
স্বার্থ খুঁজে আর পাবো না।।
অধিক ব্যথায় কাতর হৃদয়!
হৃদয়ে জমেছে ব্যথার জল
ব্যর্থতার বর্ষণে “হৃদয়ে” জমেছে
কিছুটা লোনা জল।
হৃদয় খড়ায় হৃদয় পুড়েছে
পাহাড়ে পুড়েছে পাথর।
কি আর চাইবো,
কার কাছে -ই -বা- চাইবো?
হৃদয়ে ভরে আছে লজ্জা ঘৃনা।
নীজের দোষে নিজের ব্যর্থতা
নিজেই নিয়েছি মানি।
জানি জানি এ গুনের কথা
বলেছেন জ্ঞানী গুনি।
কোথায় যেনো শুনিতে পাই
ভয় নাই ওরে ভয় নাই।
লেখক– শাহজাহান সিরাজ
গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা