ইন্টারনেট আমাদের প্রচুর তথ্য, বিনোদন, যোগাযোগ এবং সংযোগ প্রদান করে। ইন্টারনেট বিশেষ করে Chrome ব্রাউজারের মাধ্যমে বিস্তৃত সুস্পষ্ট বিষয়বস্তুও ব্যাখ্যা করে । Chrome হল Google Inc-এর একটি দ্রুতগামী, দক্ষ এবং নেটিভ ব্রাউজিং অ্যাপ ৷ আমরা নিয়মিত মোবাইল ফোন দিয়ে প্রয়োজনীয় তথ্য ক্রোম ব্রাইজারের মাধ্যমে গুগলে সার্চ করে থাকি। সার্চ করতে গিয়ে অনাকাঙ্খিত কিছু পর্ণ ওয়েবসাইট গুগল সার্চে প্রদর্শন করায় এটা মাঝে মধ্যে অসশ্বতীল হয়ে দাড়ায় এবং এর বিপদ থেকে রক্ষা করার জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এমনকি আমাদের সন্তানদের হাতে স্মার্টফোন থাকে তারাও তো কৌতুহলবশত ওইসব ওয়েবসাইটে প্রবেশ করতে পারে।
আপনি হয়তো মনে করছেন যে পর্ণ বা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট ব্লক করার কোন উপায় নেই। তবে Chrome ব্রাইজার অনুপযুক্ত ওয়েবসাইটের এক্সপোজার সীমিত করতে সহায়তা করার জন্য সরঞ্জাম সরবরাহ করে। তাছাড়া, আমরা কিছু বৈধ অভিভাবকীয় পর্যবেক্ষণ সমাধান কভার করব যা নিশ্চিত করবে যে আপনার বাচ্চারা ইন্টারনেট ব্রাউজ করার সময় নিরাপদ থাকবে। এই পোস্টে, Chrome ব্রাউজারে পর্নোগ্রাফি এবং এডাল্ট কন্টেন্ট ব্লক করার জন্য একজন অভিভাবক হিসাবে আপনি যে পদক্ষেপগুলি নিতে পারেন তা আমি তুলে ধরব।
Google SafeSearch একটি বিল্ট-ইন ফিচার যা আপনার অনুসন্ধান ফলাফল থেকে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়বস্তু ফিল্টার করতে সাহায্য করে ৷ আপনি যখনই একটি নির্দিষ্ট কীওয়ার্ড অনুসন্ধান করেন তখনই গুগলের SERP-এর ডানদিকে টগলটি পাওয়া যায়। এই কার্যকারিতা দিয়ে, আপনি অপ্রয়োজনীয় উপাদানের উপর হোঁচট খাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন। Google SafeSearch সক্রিয় করতে, নিম্নে প্রদত্ত সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন:
১. গুগলে হোমপেজে গিয়ে যে কোন কীওয়ার্ড লিখে সার্চ করুন।
২. পেজের উপরে ডান পাশে “SafeSearch” অপশন দেখতে পাবেন।
৩. “SafeSearch Filters” এর নিচে “Filter explicit results” এর লেভেলে ক্লিক করলে এটি একটিভ হয়ে যাবে।
আরেকটি উপায়ে বন্ধ করতে চাইলে ব্রাউজারের সার্চ বারে google.com/safesearch লিখে সার্চ করলে উপরের অপশন গুলো পাবেন। তারপর Filter এ ক্লিক করার পর থেকে আপনি কোন পর্ণ ওয়েবসাইটে বা প্রাপ্তবয়স্ক কন্টেন্টের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না।
দেখে নিন অনলাইনে কিভাবে জিডি করবেন
নির্দিষ্ট কিছু ওয়েবসাইট কিভাবে ব্লক করবেন
Chrome ব্রাইজারের সবার উপরে ডান পাশে তিনট ডট এ ক্লিক করুন। তারপর স্ক্রোল করলে নিচে “Settings” এ ক্লিক করলে আরেকটি পেজে চলে যাবেন। তারপর “Privacy and security.” তে ক্লিক করুন। নিচে “Site settings,” সিলেক্ট করে আপনি যেসকল ওয়েবসাইট ব্লক করতে চান সেগুলো এড করে দিন।
অনলাইনে কিছু Chrome Extension পাওয়া যায় সেগুলোর মাধ্যমেও আপনি নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবেন।
আরও পড়ুন – মোবাইল দিয়ে ভিডিও এডিট করার বেস্ট সফ্টওয়্যার
আরও পড়ুন- সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সতর্ক হোন