নতুন কিছু জানার জন্য বা শেখার জন্য অনেকে অনলাইনে কোর্স কিনে থাকেন। যদি সেটা হয় ফ্রীতে তাহলেতো অনেক ভালো। অনলাইনে অনেক পেইড কোর্স রয়েছে যেগুলো পাওয়ার জন্য আপনাকে পে করতে হবে না। গুগলে সার্চ করলেই অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফ্রীতে আপনার কাঙ্খিত কোর্সটি পেয়ে যেতে পারেন। আজকে তা নিয়ে আলোচনা করব, তাই সাথেই থাকবেন।
প্রথমেই আসি আপনি কি ধরনের কোর্স খুজতেছেন। সে অনুযায়ী গুগলে সার্চ করলে অগনিত সাজেসন্স পাবেন। বাংলা, ইংরেজীসহ হিন্দি ভাষার কোর্স রয়েছে বিভিন্ন প্লাটফর্মে। সে জন্য আপনাকে বেশি খোজাখুজি বা কষ্ট করতে হবে না। আপনি এই পোস্টটা মনোযোগ দিয়ে পড়লে আপনার কাঙ্খিত চাহিদার অর্ধেক পূরণ হয়ে যাবে।
১. Udemy- Online Course | Learn Anything
Udemy হলো অনলাইন কোর্সর বিশ্বের সবচেয়ে বড় প্লাটফর্ম। এখানে সারা বিশ্বের এক্সপার্ট ইন্সট্রাক্টর এবং নামীদামী ইউনিভার্সিটির প্রফেসরদের কোর্সগুলো রয়েছে। যেগুলো প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সে কোর্স থেকে কিছু না কিছু শিখছেন। Udemy তে ব্যবসা, লাইফ স্টাইল, আইটি, ডিজাইন, হেল্থ, মিউজিক, ফটোগ্রাফি এবং ভিডিও, মার্কেটিংসহ বিভিন্ন ক্যাটাগরির কোর্স রয়েছে।
এই কোর্সগুলোর মধ্যে কিছু পেইড আবার কিছু ফ্রীতে পেয়ে যাবেন। আপনি কোন ক্যাটগরীর কোর্স দেখতে চাইবেন সেটা ক্যাটাগরী থেকে সিলেক্ট করে সামনে এগিয়ে যান, তার পর বিভিন্ন সাব ক্যাটাগরী দেখতে পাবেন সেখান থেকে আপনার পছন্দসই সাব ক্যাটাগরী সিলেক্ট করুন।
এর পর পেজের নিচের দিকে একটু স্ক্রোল করলে বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাবেন আপনি কোন ভাষার কোর্স দেখতে চান তা সিলেক্ট করতে পারবেন, ভিডিও ডিউরেশন, টপিক এবং প্রাইস এর অপশনে ফ্রী সিলেক্ট করে নিলে আপনার সামনে আপনার পছন্দ মত অসংখ্য কোর্স হাজির হয়ে যাবে।
তবে এখান থেকে ডাউনলোড ব্যতীত ফ্রীতে অনলাইন কোর্স দেখতে পারবেন কিন্তু কোর্স কম্প্লিটের কোন সার্টিফিকেট পাবেন না এমনকি ইনস্ট্রাকটরকে আপনার কোন প্রশ্ন জানাতে পারবেন না।
আমাদের দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ওয়াইফাই না থাকার কারনে অনলাইনে কোর্স দেখা সম্ভব হয় না। সে জন্য ডাউনলোড করে অফলাইনে কোর্সের ভিডিও দেখতে পারলে ভালো হয়। তার জন্য এই ওয়েবসাইটের পেইড এবং আনপেইড কোর্সগুলো ডাউনলোড করতে চাইলে কোর্সের হেডলাইনটি কপি করে FreeCourseSite এর সার্চ বারে সার্চ করলে আপনার কাঙ্কিত কোর্সটি যদি পাওয়া যায় তাহলে উক্ত কোর্সটি ডাউনলোড করতে পারবেন।
২. Coursera – ফ্রীতে দেখুন অনলাইন কোর্স
Coursera Inc. হল একটি যুক্তরাষ্ট্র -ভিত্তিক বিশাল খোলা অনলাইন কোর্স প্রদানকারী প্রতিষ্ঠান যা ২০১২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু এনজি এবং ড্যাফনে কোলার প্রতিষ্ঠিা করেছিলেন। Coursera বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স, সার্টিফিকেশন এবং ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সংস্থার সাথে কাজ করে।
এই ওয়েবসাইটটি অনলাইনে কোর্স করার জন্য উল্লেখ্যোগ্য। এখানে বিশ্বের জনপ্রিয় ইন্সট্রাক্টররা নিয়মিত নতুন নতুন কোর্স আপলোড করে থাকেন। বর্তমানে এই ওয়েবসাইটে ৭,০০০ হাজারেরও বেশি কোর্স রয়েছে। ওদের সবগুলো কোর্সের এক্সেস পেতে হলে আপনারক ওদের সাবস্ক্রিপশন কিনতে হবে। তাছাড়া ওদের ওয়েবসাইটে অসংখ্য ফ্রী কোর্স পেয়ে যাবেন। তবে এরা ফ্রী কোর্সের সার্টিফিকেটও প্রদান করে থাকে।
Coursera এর কোর্সের বিশেষত্ব হচ্ছে ওদের বেশিরভাগ কোর্সই প্রযুক্তি এবং বিজ্ঞান সম্পর্কিত। যারা প্রযুক্তি এবং বিজ্ঞান নিয়ে কিছু শিখতে তাদের জন্য এটা একটি চুড়ান্ত সমাধান। এর পাশাপাশি এখানে ভাষা শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, আর্ট এবং হিউমিনিটিস ইত্যাদি সংক্রান্তে কোর্স পেয়ে যাবেন।
Coursera বলছে
বিনামূল্যের কোর্সের মাধ্যমে শেখার ফলে যে ক্যারিয়ারের সুযোগ তৈরি হতে পারে তা আপনার দক্ষতার উন্নতি বা সম্পূর্ণ নতুন ক্ষেত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উপর ভিত্তি করে। আলোচনার কোর্স, বিজ্ঞানের জন্য লেখা এবং দূরবর্তী দল পরিচালনা আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে এবং চাকরিতে আরও ভাল পারফর্ম করতে সাহায্য করতে পারে।
৩. Open Culture – ফ্রীতে দেখুন অনলাইন কোর্স
Open Culture ২০০৬ সালে ড্যান কোলম্যান নামের একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে Yale, MIT, Harvard, Oxford এর মত বিভিন্ন ইউনিভার্সিটির ১,৭০০ এর বেশী ফ্রী কোর্স পাবেন। এই ওয়েবসাইটে সার্টিফিকেটসহ অনলাইন জিগ্রী অর্জন করার সুবিধা রয়েছে।
ভাষা শিক্ষা, আইটি, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্ট এবং কালচার, ডিজাইন, হেলথ, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফী, সিনেমা, ইবুক সহ কি নেই এখানে। শুধুমাত্র আপনার যা প্রয়োজন তা এখান থেকে খুজে বের করবেন।
Open Culture বিশ্বব্যাপী আজীবন শিক্ষামূলক সম্প্রদায়ের জন্য উচ্চ-মানের সাংস্কৃতিক ও শিক্ষামূলক মিডিয়াকে একত্রিত করে। তাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অডিও বুক, ভিডিও, পিডিএফ, মুভি, পডকাস্ট, ইবুক রয়েছে, যা সবই দিচ্ছে বিনামূল্যে।
ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজিটাল ফাইলগুলো একসাথে করে আপনার আমার জন্য খুব সহজ করে দিয়েছে। অন্যথায় ইন্টারনেটে ফাইল খোজাখুজি করা একটা সমসাপেক্ষ্য ব্যাপার। আমাদের যখন প্রয়োজন তা বিনামূল্যে এক্সেস করতে পারতেছি। তজন্য তাদের টিমকে অনেক ধন্যবাদ জানাই।
আরও পড়ুন : ফ্রিতে মুভি বা সিনেমা দেখার জনপ্রিয় ওয়েবসাইট
৪. Udacity
Udacity একটি অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম যা আপনাকে ডেভেলপমেন্ট , ব্যবসা, ডিজাইন, মার্কেটিং ইত্যাদির মতো অসংখ্য বিভাগে কোর্স শেখায় সাহায্য করে।
Udacity-এ উপলব্ধ কোর্সগুলি বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা শেখানো হয়। শিক্ষার্থীরা বিভিন্ন কোর্সের বিস্তৃত লাইব্রেরি থেকে শেখার মাধ্যমে নতুন দক্ষতা বিকাশ করতে এবং তাদের লক্ষ্য অর্জন করতে পারে। Udacity ভালো মানের কোর্স অফার করে। এটি আপনাকে ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করতে সহায়তা করে। এই সাইটটি একজন পরামর্শদাতার সহায়তা প্রদান করে।
৫. Alison
Alison হল একটি বিনামূল্যের অনলাইন লার্নিং সাইট যা কোর্সটি সম্পূর্ণ করার পরে সার্টিফিকেশন প্রদান করে। এই সাইট থেকে যে বিষয়গুলির উপর কোর্স পাবেন তা হলো আইটি, ভাষা শিক্ষা, মার্কেটিং, ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্য এবং আরও অনেক কিছু।
এই ওয়েবসাইটে আপনাকে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে অধ্যয়ন, শিখতে এবং সার্টিফাই করতে সাহায্য করে। এটি ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ফরাসি এবং ইতালিয়ানসহ অন্যান্য ভাষার সাথে সম্পর্কিত বিভিন্ন কোর্স প্রদান করে। সাইটটি আপনাকে তিন ধরনের কোর্স সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং শেখার পথ মানে স্ব-শিক্ষার অভিজ্ঞতা তৈরি করা বেছে নিতে সক্ষম করে। এছাড়াও আপনি ওদের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনার প্রিয় সাবজেক্টটি শিখতে পারেন।
৬. Skillshare
Skillshare একটি অনলাইন প্ল্যাটফর্ম যা শিক্ষার উপর ফোকাস করে। এটিতে গ্রাফিক্স ডিজাইন, ডেটা সায়েন্স, ই-কমার্স, অ্যানালিটিক্স ইত্যাদির সাথে সম্পর্কিত অসংখ্য বিষয়ের উপর কোর্স রয়েছে ৷ এই ওয়েবসাইটটি আপনাকে বাস্তব জীবনে কাজে লাগবে এমন ক্লাসগুলি খুঁজে পেতে সহায়তা করে। একানে ১১,০০০ এর বেশি শিক্ষক, ৩৪,০০০ হাজারেরও বেশি ক্লাস রয়েছে।
গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে রান্না, প্রোডাক্টিভিটি , ফিল্ম মেকিং, কন্টেন্ট ক্রিয়েশন , UI/UX ডিজাইন, মার্কেটিং, কারুশিল্প, মিউজিক , সোশ্যাল মিডিয়া, উদ্যোক্তা সবকিছুতেই Skillshare-এর হাজার হাজার ক্লাস রয়েছে। যদি এটি সৃজনশীল কিছু হয় তবে আপনি এটি Skillshare-এ শিখতে পারেন।
৭. Bohubrihi
Bohobrihi হচ্ছে একটি বাংলাদেশের ওয়েবসাইট, এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় কোর্স রয়েছে তার মধ্যে ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ের উপর কোর্স রয়েছে। যদিও আপনি এখানে বিস্তর পরিমানে ফ্রী কোর্স পাবেন না। তবে যেসব কোর্সগুলো পেইড সেগুলো তারা খুব কমদামে অপার করে। যারা ইংরেজি ভাষার কোর্স নিয়ে সমস্যার সমুক্ষিন হন বা ইংরেজি ভাষার কোর্সে ক্ষুটিনাটি সবকিছু বুঝা যায় না। তারা এখান থেকে কোর্স নিয়ে শিখে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংসহ ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন।
পরিশেষে বলব, আপনি ফ্রীতে কোর্স দেখছেন কিন্তু আপনাকে ধৈর্য্যসহকারে কোর্স সম্পন্ন করলে আপনি ফলাফল আশা করতে পারেন। তার সাথে সাথে আপনাকে কঠোর পরিশ্রম এবং অনুশীলন করতে হবে। তবেই আসবে সফলতা।